স্টাফ রিপোর্টার: আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবি টানা চারদিন ধরে কুড়মি সমাজের আন্দোলনে তোলপাড় জঙ্গলমহলের একটা বড় অংশ। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে রেল ও সড়ক পরিষেবা কার্যত স্তব্ধ। কুড়মি আন্দোলনের চতুর্থ দিনে আন্দোলনকারীদের দাবি মেনে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাল রাজ্য।
‘কালচারাল রিসার্চ ইনস্টিটিউট’ (সিআরআই) ওই চিঠি পাঠিয়েছে। ওই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে আন্দোলনকারীদের কাছেও। তবে চিঠি পাঠানো হলেও তড়িঘড়ি আন্দোলনে ইতি টানছেন না আন্দোলনকারীরা। এ নিয়ে আলোচনায় বসবেন তাঁরা।
আন্দোলনের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতো জানান, ওই চিঠি কুড়মি সমাজের বিশিষ্টদের দিয়ে পড়ানো হবে। তাতে যদি বোঝা যায় যে সরকার তাঁদের হয়ে সমস্ত দাবি তুলে ধরেছে, তাহলেই সরকারকে ধন্যবাদ দেওয়া এবং আন্দোলন প্রত্যাহারের কথা ভাবা হবে, নচেৎ নয়।