Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যআদালতের নির্দেশে অযোগ্যদের তালিকা খুঁজতে সংসদে ত্রিপাক্ষিক বৈঠক

আদালতের নির্দেশে অযোগ্যদের তালিকা খুঁজতে সংসদে ত্রিপাক্ষিক বৈঠক

স্টাফ রিপোর্টার: বুধবার এক নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘নবম – দশমে পুজোর আগেই যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। সেজন্য তিন পক্ষ বৈঠকে বসে অযোগ্যদের তালিকা তৈরি করবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে সেই রিপোর্ট।’

আদালতের নির্দেশে অযোগ্যদের তালিকা খুঁজতে সংসদে ত্রিপাক্ষিক বৈঠক

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে নবম – দশম শিক্ষক নিয়োগে অযোগ্যদের চিহ্নিত করতে শুরু ত্রিপাক্ষিক বৈঠক। বৃহস্পতিবার বিকেলে স্কুল সার্ভিস কমিশনের দফতরে এই বৈঠক বসে। বৈঠকে হাজির ছিলেন, কমিশনের আইনজীবী, মামালাকারীদের আইনজীবী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিরা।

আদালতের নির্দেশে অযোগ্যদের তালিকা খুঁজতে সংসদে ত্রিপাক্ষিক বৈঠক

এই বৈঠকে মূলত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। আরটিআই করে ওয়েটিং লিস্টে নাম থাকা অনেক প্রার্থী জানতে পেরেছেন, যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের প্রাপ্ত নম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তুলনায় কম। তাই এ দিন দুই তালিকা খতিয়ে দেখছে আইনজীবী ও আধিকারিকদের।

Most Popular