সংবাদ সংস্থা: জাপানের নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে আগামী সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার জাপান রওনা হচ্ছেন মোদি।
রীতি মেনে ওইদিনই রাজধানী টোকিওতে আবের অন্তিম যাত্রার অনুষ্ঠান। মোদি যোগ দেবেন তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে। সেখানে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর। কবে দেশে ফিরবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।