Friday, March 29, 2024
Homeজেলাসাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়, ক্যানিংয়ে প্রশিক্ষণ সিভিক ভলান্টিয়ারদের

সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়, ক্যানিংয়ে প্রশিক্ষণ সিভিক ভলান্টিয়ারদের

বিশ্ব সমাচার, ক্যানিং: সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়। এই স্লোগানকে হাতিয়ার করে দীর্ঘ প্রায় ৩০-৩৫ বছর সচেতনতার প্রচার করে চলেছে ক্যানিং যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা।সচেতনতায় সাড়া পেলেও ওঝা-গুনিনের দাপটে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা অহরহ ঘটে চলেছে। সেই মৃত্যুর হার শূন্যতে নামিয়ে আনতে জোরকদমে সচেতনতার প্রচার শুরু করলে ক্যানিং মহকুমা হাসপাতাল ও ক্যানিং যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা।

সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়, ক্যানিংয়ে প্রশিক্ষণ সিভিক ভলান্টিয়ারদের

সাপের কামড়ে যাতে রোগীদের সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রান্তিক এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রাথমিক ভাবে যাতে করে দুর্ঘটনা কিংবা সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে অতি সহজেই আনা যায়, তার জন্য এবার সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বুধবার ক্যানিং হাসপাতালের স্নেক বাইট অডিটোরিয়াম হলে বিষধর সাপ নিয়ে প্রশিক্ষণ হয়।

সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়, ক্যানিংয়ে প্রশিক্ষণ সিভিক ভলান্টিয়ারদের

পাশাপাশি রোগীকে কীভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে, সে বিষয়েও হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয় সিভিকভলান্টিয়ারদের।এ বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অপূর্বলাল সরকার বলেন, অজ্ঞতার কারণে সাধারণ মানুষ ওঝা-গুনিনের দ্বারস্থ হয়ে প্রাণ হারাচ্ছে।

সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়, ক্যানিংয়ে প্রশিক্ষণ সিভিক ভলান্টিয়ারদের

আশা করি, এই প্রশিক্ষণের পর সাপের কামড়ে মৃত্যুর হার অনেকাংশে কমবে।অন্যদিকে, ক্যানিং মহকুমা হাসপাতালের সর্পবিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, প্রশাসনের তরফে সিভিক ভলান্টিয়াররা আগামী দিনে প্রান্তিক গ্রামীণ এলাকায় সচেতনতার কাজ শুরু করলে সাপের কামড়ে মৃত্যুর হার শূন্যতে নামিয়ে আনা সম্ভব হবে বলে আমরা নিশ্চিত।

সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়, ক্যানিংয়ে প্রশিক্ষণ সিভিক ভলান্টিয়ারদের

এদিন প্রশিক্ষণ শিবিরে ক্যানিং মহকুমার বিভিন্ন থানার শতাধিক সিভিক ভলান্টিয়ার সহ উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অপূর্বলাল সরকার, সর্পবিশেষঞ্জ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায়, বিশিষ্ট প্রশিক্ষক অসীম নাথ, গৌতম বাঁকুড়া, মলয় মুখার্জি, ক্যানিং যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার অন্যতম সদস্য দেবাশিস দত্ত, ক্যানিংয়ের সিআই বিমল মণ্ডল, ক্যানিং মহিলা থানার আধিকারিক তনুশ্রী মণ্ডল সহ অন্যরা।

Most Popular