Friday, March 29, 2024
Homeরাজ্যবিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ, ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদে উদ্ধার শিশুর দেহ,...

বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ, ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদে উদ্ধার শিশুর দেহ, রণক্ষেত্র এলাকা

স্টাফ রিপোর্টার: বিস্কুট কিনতে গিয়ে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ৪ বছরের শিশু। ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর বাড়ির ছাদে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল ওই শিশুর নিথর দেহ।মৃত শিশুর নাম শিবম ঠাকুর।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, বীরভূমের শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মায়ের কাছ থেকে পাওয়া পাঁচ টাকা নিয়ে বিস্কুট কিনতে বাড়ির সামনের দোকানে যায় শিবম।

বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ, ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদে উদ্ধার শিশুর দেহ, রণক্ষেত্র এলাকা

তারপর থেকে আর সে বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও কোনও লাভ হয়নি। শিশু নিখোঁজের ঘটনায় শোরগোল পড়ে যায় শান্তিনিকেতন এলাকায়। শিবমকে খুঁজে দেওয়ার দাবিতে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। শিশুকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে মঙ্গলবার শিশুর পাশের বাড়ির টিনের ছাদে বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের।

বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ, ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদে উদ্ধার শিশুর দেহ, রণক্ষেত্র এলাকা

এরপরই প্রতিবেশী রুবি খাতুন নামে এক মহিলার বাড়ির ছাদে ত্রিপল চাপা দেওয়া অবস্থায় শিশুটির দেহ উদ্ধার হয়৷ স্থানীয়রা বিষয়টা টের পাওয়া মাত্রই খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহ।ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যে বাড়ির ছাদে দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। জ্বালিয়ে দেওয়া হয় আগুন।

বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ, ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদে উদ্ধার শিশুর দেহ, রণক্ষেত্র এলাকা

ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে গ্রামে ঢোকার চেষ্টা করলে, বাধার মুখে পড়তে হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল।এই ঘটনায় অভিযুক্ত মহিলাকেও গ্রেফতার করা হয়৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে ওই খুদেকে। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ বস্তায় ভরে তুলে রাখা হয় বাড়ির ছাদে।

বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ, ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদে উদ্ধার শিশুর দেহ, রণক্ষেত্র এলাকা

স্থানীয় সূত্রে খবর, শুভমের বাবা-মায়ের সঙ্গে অভিযুক্ত মহিলার পারিবারিক বিবাদ ছিল৷ সম্ভবত সেই বিবাদ সংক্রান্ত কোনও পুরনো আক্রোশ থেকেই শিশুটিকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের৷ ধৃতকে জেরা করেই খুনের প্রকৃত কারণ জানতে চাইছেন তদন্তকারীরা৷

Most Popular