Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাখারাপ রাস্তা দিয়ে দুয়ারে রেশন পৌঁছাতে গিয়ে জলাশয়ে পড়ে খাদ্যশস্য নষ্ট হল...

খারাপ রাস্তা দিয়ে দুয়ারে রেশন পৌঁছাতে গিয়ে জলাশয়ে পড়ে খাদ্যশস্য নষ্ট হল জয়নগরে

বিশ্ব সমাচার, ক্যানিং: দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার আগেই জলে পড়ে ক্ষতি হলে খাদ্যশস্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোসা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। এদিন সকালে তিলপির রেশন ডিলার সাইফুল মোল্লা একটি মোটরচালিত ইঞ্জিন ভ্যানে করে রেশন সামগ্রী নিয়ে শ্যামনগরে যাচ্ছিলেন।

খারাপ রাস্তা দিয়ে দুয়ারে রেশন পৌঁছাতে গিয়ে জলাশয়ে পড়ে খাদ্যশস্য নষ্ট হল জয়নগরে

রাস্তা খারাপের জন্য আচমকা ইঞ্জিন ভ্যান উল্টে যায়। রেশনের সমস্ত সামগ্রী রাস্তার পাশে জলাশয়ে পড়ে নষ্ট হয়।
উল্লেখ্য, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছিল রাজ্য সরকার। তাকে প্রাধান্য দিয়ে জোরকদমে চলছে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কর্মযঞ্জ।

খারাপ রাস্তা দিয়ে দুয়ারে রেশন পৌঁছাতে গিয়ে জলাশয়ে পড়ে খাদ্যশস্য নষ্ট হল জয়নগরে

গ্রামের একমাত্র যাতায়াতের দুই কিলোমিটার রাস্তা অত্যন্ত জঘন্য। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরপুর। প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে।

খারাপ রাস্তা দিয়ে দুয়ারে রেশন পৌঁছাতে গিয়ে জলাশয়ে পড়ে খাদ্যশস্য নষ্ট হল জয়নগরে

সাধারণ মানুষের চলাচলের জন্য অবিলম্বে সরকারি ভাবে রাস্তাটির সংস্কার জরুরি। তা না হলে আগামী দিনে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

Most Popular