Thursday, March 28, 2024
HomeUncategorizedক্রিকেটে একাধিক নতুন নিয়ম, বলে থুতুর ব্যবহারে না

ক্রিকেটে একাধিক নতুন নিয়ম, বলে থুতুর ব্যবহারে না

সংবাদ সংস্থা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটে একাধিক পরিবর্তন আনল আইসিসি। মঙ্গলবার এই পরিবর্তনের কথা ঘোষণা করা হয়।ক্রিকেটের এই নিয়ম বদলের অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্রিকেট বলে থুতুর ব্যবহার করতে না দেওয়া। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে বলে থুতু লাগানো একেবারে নিষিদ্ধ করা হল।

ক্রিকেটে একাধিক নতুন নিয়ম, বলে থুতুর ব্যবহারে না

এছাড়া অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, বল করার সময় নন স্ট্রাইকার এন্ডে থাকা প্লেয়ারকে যদি বোলার রান আউট করে তাহলে সেটা ‘আনফেয়ার প্লে’ হিসেবে ধরা হবে না অর্থাৎ সেটিকে সাধারণ রান আউট হিসেবে ধরা হবে। ফলে এতকাল ‘মানকাডিং’ নিয়ে একাধিক নেতিবাচক মন্তব্য করা হলেও,

ক্রিকেটে একাধিক নতুন নিয়ম, বলে থুতুর ব্যবহারে না

শেষ পর্যন্ত এই নিয়মগুলোর ফলে ক্রিকেট আরও আকর্ষণীয় হবে বলে মনে করছেন আইসিসি-র কর্তারা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি কিছুদিন আগে নিয়মে পরিবর্তনের জন্য, সংস্থার সিইও-র কাছে সুপারিশ করে।

ক্রিকেটে একাধিক নতুন নিয়ম, বলে থুতুর ব্যবহারে না

সেই সুপারিশের ভিত্তিতে এই নিয়ম চালু করার ব্যাপারে সিলমোহর দেওয়া হল। আগামি ১ অক্টোবর থেকে বাইশ গজের যুদ্ধে এই নতুন নিয়মগুলো প্রযোজ্য হবে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এই নতুন নিয়মে খেলা হবে।

Most Popular