Thursday, April 25, 2024
spot_img
Homeদেশসিবিআই ও ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

সিবিআই ও ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

সংবাদ সংস্থা : সিবিআই ও ইডি প্রধানের মেয়াদ বাড়াতে অর্ডিন্যান্স এনেছে কেন্দ্র। সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলার আবেদন জমা পড়েছিল। এই সংশোধনকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং তৃণমূল কংগ্রেস নেতা মহুয়া মৈত্র ও সাকেত গোখলে মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট।

সিবিআই ও ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

সেই নোটিশের জবাব দিল কেন্দ্র। হলফনামায় কেন্দ্র বলে, ‘এটা স্পষ্ট যে পিটিশনকারীরা রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে করা হয়েছে। ইডি যাতে নির্ভয়ে দায়িত্ব পালন না করতে পারে তা নিশ্চিত করার জন্য এই বিষয়ে পিটিশনগুলি দায়ের করা হয়েছে।

সিবিআই ও ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

উপরোক্ত রিট পিটিশন দাখিল করার পেছনে একটি সুস্পষ্ট রাজনৈতিক স্বার্থ রয়েছে। এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ধরনের মামলা করা হয়েছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আবেদনকারীরা জনস্বার্থ মামলার ছদ্মবেশে এই মামলা করেছে। আবেদনে এটা উল্লেখও করা হয়নি যে বহু রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।’

সিবিআই ও ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

কেন্দ্রের তরফে আরও দাবি করা হয়, সংস্থার প্রধানদের মোয়াদ দীর্ঘায়িত হলে কাজে বিঘ্ন ঘটে না। বিরোধীদের খোঁচা দিয়ে হলফনামায় বলা হয়, ‘যদি তাদের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তদন্ত না করা হয়, তাহলেই ওরা মানবেন যে এই সংস্থাগুলো স্বাধীন ভাবে কাজ করে।’

Most Popular