Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্য৯ সদস্যের নিরাপত্তা কমিশন গঠন নবান্নের, আছে শুভেন্দুও

৯ সদস্যের নিরাপত্তা কমিশন গঠন নবান্নের, আছে শুভেন্দুও

স্টাফ রিপোর্টার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা করে রাজ্যে তৈরি হল স্টেট সিকিউরিটি কমিশন। বর্তমান রাজ্যপাল লা গণেশনের পরামর্শ মেনে এই কমিশন গঠন করল নবান্ন। মোট 9 সদস্যের এই কমিশনে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

৯ সদস্যের নিরাপত্তা কমিশন গঠন নবান্নের, আছে শুভেন্দুও

এ ছাড়াও এই কমিশনে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী, রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী লীনা গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অসীম রায়, এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মৃণ্ময় বন্দ্যোপাধ্যায় ও পুরাতত্ত্ববিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।

৯ সদস্যের নিরাপত্তা কমিশন গঠন নবান্নের, আছে শুভেন্দুও

এই কমিশন রাজ্যের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে সুপারিশ করবে। রাজ্যে দীর্ঘদিন এই কমিশন ছিল না। সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারী নিরাপত্তা কমিশন তৈরি করার বিষয়ে একাধিক সময়ে মন্তব্য প্রকাশ করেন। তার প্রেক্ষিতেই নয়া রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে নিয়ে নয়া নিরাপত্তা কমিশন গঠন করা হল।

Most Popular