Friday, April 19, 2024
spot_img
Homeদেশদেশের মুকুটে নতুন পালক, জলে নামল দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত

দেশের মুকুটে নতুন পালক, জলে নামল দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত

সংবাদ সংস্থা : দেশের মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে জলে নামল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত।দেশের নৌসেনার ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে এই যুদ্ধজাহাজ। ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া বিমানবাহী এই যুদ্ধজাহাজকে তুলনা করা হয় একটি শহরের সঙ্গে।আইএনএস বিক্রান্তে ১ হাজার ৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা আছে।

দেশের মুকুটে নতুন পালক, জলে নামল দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত

ঠিক কত বড় এই জাহাজ, তা বোঝাতে নৌসেনার তরফে জানানো হয়েছে, পরপর দু’টি ফুটবল মাঠকে জুড়ে দিলে যে পরিমাণ জায়গা তৈরি হয় ঠিক ততটাই বড় রণতরীটি। লম্বায় তা ১৮ তলা বাড়ির সমান।৩০টি বিমান রাখা যাবে এখানে। রয়েছে ১৬ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ২৫০ ট্যাঙ্কার জ্বালানি ও সর্বমোট ২ হাজার ৪০০টি কামরা। প্রায় এক দশক ধরে নির্মিত আইএনএস বিক্রান্ত নিঃসন্দেহে দেশের গর্ব।

দেশের মুকুটে নতুন পালক, জলে নামল দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত

যা তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা।প্রধানমন্ত্রী মোদি বলেন, ”আজ ভারত সেই দেশগুলির তালিকাভুক্ত হল যারা নিজেরাই দেশীয় প্রযুক্তিতে এমন বিরাট যুদ্ধজাহাজ তৈরির ক্ষমতা রাখে। বিক্রান্ত নতুন আত্মবিশ্বাসের জন্ম দিল।”

Most Popular