Friday, March 29, 2024
HomeUncategorizedব্যাট হাতে ফের বাইশগজে মাস্টারব্লাস্টার

ব্যাট হাতে ফের বাইশগজে মাস্টারব্লাস্টার

সংবাদ সংস্থা : ফের একবার ব্যাট হাতে মাঠে দেখা যাবে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণে খেলবেনই শুধু নয়, নেতৃত্বও দেবেন সচিন তেন্ডুলকর। গত বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডসের নেতৃত্ব দেবে সচিন। ১০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর হবে এই প্রতিযোগিতা। কানপুর, রাইপুর, ইন্দোর এবং দেহরাদুনে ম্যাচগুলি হবে।কানপুরে উদ্বোধনী ম্যাচ। সেমিফাইনাল দু’টি রাইপুরে হবে।

ব্যাট হাতে ফের বাইশগজে মাস্টারব্লাস্টার

ফাইনালও রাইপুরেই। এ বারের সংস্করণে যোগ দিচ্ছে নিউজিল্যান্ড লেজেন্ডস দল। সঙ্গে থাকছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং ইংল্যান্ড লেজেন্ডস দল। ২২ দিনের এই প্রতিযোগিতার প্রধান লক্ষ্য রোড সেফটি নিয়ে সচেতনতা বাড়ানো। সড়ক পরিবহণ, তথ্য প্রযুক্তি এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক এর সঙ্গে যুক্ত রয়েছে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী বলেন,

ব্যাট হাতে ফের বাইশগজে মাস্টারব্লাস্টার

‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খুবই ভালো উদ্যোগ। ক্রিকেটের মাধ্যমে সচেতনতা বাড়ানো। আমরা চাই, দেশের প্রত্যেকটা মানুষ সচেতন হোক, সড়ক পরিবহণে নিয়ম মেনে চলুক। জনগনের মধ্যে সচেতনতা বাড়াতেই ক্রিকেটের মাধ্যমে এই উদ্যোগ। পথ দুর্ঘটনায় যেন কোনও মৃত্যু না, জীবন বাঁচানো যায়, সে দিকেই নজর আমাদের।’

Most Popular