Friday, March 29, 2024
Homeজেলাদুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ডায়মন্ড হারবারে

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ডায়মন্ড হারবারে

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়ায় বুধবার রাজ্যজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইভাবে এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে ডায়মন্ড হারবারের এসডিও ময়দান থেকে কেল্লার মাঠ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
হুগলি নদীতে লঞ্চ ও নৌকাতে নীল, সাদা বেলুন লাগিয়ে সাজানো হয়।

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ডায়মন্ড হারবারে

পাশাপাশি দুর্গাপ্রতিমার ট্যাবলো সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক লোকশিল্পের মাধ্যমে শোভাযাত্রা করা হয়।শোভাযাত্রা শেষে ডায়মন্ড হারবার কেল্লার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আদিবাসী নৃত্য, বাউল গান প্রভৃতি অনুষ্ঠিত হয়।

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ডায়মন্ড হারবারে

শোভাযাত্রায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং জেলার বহু দুর্গাপুজো কমিটি এবং ক্লাবের সদস্যরা। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ প্রতিমা নস্কর, রাজ্যের ভারপ্রাপ্ত দু’জন মন্ত্রী দিলীপ মণ্ডল ও বঙ্কিম হাজরা, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, জেলাশাসক সুমিত গুপ্তা,

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ডায়মন্ড হারবারে

ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকার ও জেলা সভাধিপতি সামিমা সেখ। অনুষ্ঠান শেষে জেলাশাসক সুমিত গুপ্তা জানান, এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলার প্রায় ৭০টি দুর্গাপুজো কমিটি এবং ৩০টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

Most Popular