Thursday, March 28, 2024
Homeরাজ্যতিনবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনা, ফের মামলা

তিনবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনা, ফের মামলা

স্টাফ রিপোর্টার : ৫৩ দিনে পরপর তিনবার দুর্ঘটনার মুখে পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি।বিজেপির দাবি, শুভেন্দুর কনভয়ে এমন দুর্ঘটনার পিছনে কোনও বড় ষড়যন্ত্র থাকতে পারে।আর এই দুর্ঘটনার রহস্যভেদ করতে প্রয়োজন সিবিআই তদন্ত। সেই আর্জি জানিয়ে ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

তিনবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনা, ফের মামলা

বৃহস্পতিবার এই মামলা করেছেন আইনজীবী রবিরঞ্জন কুমার। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে প্রথম দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়।

তিনবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনা, ফের মামলা

এরপর ১২ জুলাই কলকাতার কালিকাপুরে আরও একটি দুর্ঘটনা ঘটে, পূর্ব মেদিনীপুরে ২২ অগস্ট মারিশদায় ফের একই ঘটনা ঘটে। যিনি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, তাঁর কনভয়ে পর পর এমন দুর্ঘটনা অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে।আগামী সপ্তাহে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে।

Most Popular