Friday, April 19, 2024
spot_img
Homeরাজনীতি‘‌এই সমন আসলে রাজনৈতিক প্রতিহিংসা’‌, প্রতিবাদ তৃণমূলের, পাল্টা বিরোধীরা

‘‌এই সমন আসলে রাজনৈতিক প্রতিহিংসা’‌, প্রতিবাদ তৃণমূলের, পাল্টা বিরোধীরা

স্টাফ রিপোর্টার : কয়লা পাচারকাণ্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। এমনকী কয়লা পাচারকাণ্ডে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও ইডি নোটিশ পাঠিয়েছে।যা নিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।এই সমনের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অভিষেক বিজেপির পথের কাঁটা হয়ে উঠেছেন। এটা চক্রান্ত। ওঁকে এজেন্সির মাধ্যমে হেনস্তা করা হচ্ছে।

‘‌এই সমন আসলে রাজনৈতিক প্রতিহিংসা’‌, প্রতিবাদ তৃণমূলের, পাল্টা বিরোধীরা

এটা যে সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত তা বিজেপির নেতা-মন্ত্রীদের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে। অভিষেককে যে কতখানি ভয় পায় বিজেপি তা স্পষ্ট। ইস্পাত কঠিন স্নায়ু নিয়ে আইনি পথে লড়াই চালাবেন অভিষেক।” দলের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এটা যে প্রত্যাশিতই ছিল।

‘‌এই সমন আসলে রাজনৈতিক প্রতিহিংসা’‌, প্রতিবাদ তৃণমূলের, পাল্টা বিরোধীরা

সেটা গতকালের সভা থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেটাই বাস্তবায়িত হয়েছে।’‌ অন্যদিকে, বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্য, “কেন্দ্রীয় তদন্তকারীরা ডাকলে অপরাধীরা ভয় পাবে। অপরাধ না হলে ভয় কীসের? তার মানে এক্ষেত্রে অপরাধ হয়েছে।

‘‌এই সমন আসলে রাজনৈতিক প্রতিহিংসা’‌, প্রতিবাদ তৃণমূলের, পাল্টা বিরোধীরা

পুলিশ বা সিআইডি ডাকলে তা অরাজনৈতিক। আর কেন্দ্রীয় সংস্থা ডাকলেই তা উদ্দেশ্যপ্রণোদিত। এ কেমন কথা।” সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, “তৃণমূল-বিজেপি আঁতাত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কী হবে। সেজন্যই আশঙ্কা প্রকাশ করেছিলেন। আজকে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে গেল।”

Most Popular