সংবাদ সংস্থা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এক, আর করেন আর এক ৷ তাঁর কথার সঙ্গে তাঁর কাজের কোনও মিল নেই ৷ এই ভাষাতেই ফের মোদিকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ খাদি নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তাকে কটাক্ষ করেই নতুন করে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল ৷
শনিবার প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, উন্নত ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ করতে যে অনুপ্রেরণা প্রয়োজন, তার একটি উৎস হতে পারে খাদি ৷ নরেন্দ্র মোদির এই মন্তব্যকে কটাক্ষ করে রাহুল গান্ধি টুইটে লিখেছেন,
“দেশের জন্য খাদি কিন্তু জাতীয় পতাকার জন্য চিনা পলিয়েস্টার ! প্রতিবারের মতোই হল, প্রধানমন্ত্রীর কথা আর কাজ কখনও মেলে না ৷”