Saturday, September 30, 2023
t>

Latest Posts

কুম্বলেকে সরিয়ে দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করবে পাঞ্জাব

সংবাদ সংস্থা : অনিল কুম্বলেকে আর কোচ হিসাবে রাখতে চায় না পাঞ্জাব।। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করবে না আইপিএলের এই দল। নতুন কোচের নাম দ্রুতই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কুম্বলের অধীনে আহামরি পারফরম্যান্স করতে পারেনি দল।

কুম্বলেকে সরিয়ে দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করবে পাঞ্জাব

ফলে তাঁকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন খোদ দলের মালকিন প্রীতি জিন্টাই।পঞ্জাব দলের তরফে এক সূত্র বলেছেন, “কুম্বলের চুক্তি ছিল তিন বছরের জন্য। সেই চুক্তি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোটাই মৌখিক সিদ্ধান্ত। কুম্বলের বদলি দ্রুত খুঁজে ফেলবে দল।”

কুম্বলেকে সরিয়ে দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করবে পাঞ্জাব

২০২০-তে কুম্বলেকে কোচ হিসাবে নিয়োগ করেছিল পঞ্জাব। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। যে তিনটি মরসুমে কুম্বলে কোচের দায়িত্বে ছিলেন, কোনও বারই প্লে-অফে উঠতে পারেননি পঞ্জাব।

Latest Posts

error: Content is protected !!