Saturday, September 30, 2023
t>

Latest Posts

কলেজের অধ্যাপকদের বদলি এবার অনলাইনে

স্টাফ রিপোর্টার : কলেজের অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে। প্রায় সাড়ে চারশো কলেজের প্রায় ১৩ হাজার অধ্যাপক এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। এখন সরকারের কাছে আবেদন করে বদলির নিয়ম চালু আছে। যাতে সরকারের সদিচ্ছা সহ কীভাবে কোথায় বদলি হবেন সংশ্লিষ্ট অধ্যাপক তা নির্ভর করে।

কলেজের অধ্যাপকদের বদলি এবার অনলাইনে

দু-একদিনের মধ্য বদলির নয়া পদ্ধতি নিয়ে সিদ্ধান্তে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “রিয়েল টাইমে অধ্যাপক-অধ্যাপিকারা ঘরে বসেই দেখতে পারবেন, গোটা রাজ্যে কোন কলেজে বিষয়ের ভিত্তিতে কোথায় কত পোস্ট ফাঁকা আছে।

কলেজের অধ্যাপকদের বদলি এবার অনলাইনে

যোগ্যতামান অনুযায়ী ঘরে বসেই আবেদন করা যাবে। অনলাইন পোর্টালে স্বচ্ছতার সঙ্গে বদলির আবেদন করতে পারবেন। দ্রুত এই নিয়ম চালু হবে।”

Latest Posts

error: Content is protected !!