Friday, April 19, 2024
spot_img
Homeকলকাতামূল্যবৃদ্ধি থেকে নারী সুরক্ষা, একাধিক ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস

মূল্যবৃদ্ধি থেকে নারী সুরক্ষা, একাধিক ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস

স্টাফ রিপোর্টার : দূর্নীতি ইস্যুতে যখন বিজেপি, প্রতিনিয়ত বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, তখন পাল্টা মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নারী সুরক্ষার মতো বিষয় নিয়ে পথে নামল তৃণমূল কংগ্রেস।বৃহস্পতিবার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিলে অংশ নেন রাজ্যের একাধিক মন্ত্রী, তৃণমূল সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা।

মূল্যবৃদ্ধি থেকে নারী সুরক্ষা, একাধিক ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস

মিছিলে অংশ নেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, অপরূপা পোদ্দার, মালা রায়, রত্না চট্টোপাধ্যায়রা।এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন,”কেন্দ্রীয় এজেন্সিতে দক্ষ অফিসার আছেন। যদিও রাজনৈতিক কারণে ব্যবহার হচ্ছে। বিজেপি নেতারা কেন্দ্রীয় এজেন্সির ব্র‍্যান্ড নষ্ট করছে। লাগাতার মূল্যবৃদ্ধি ঘটে চলেছে।

মূল্যবৃদ্ধি থেকে নারী সুরক্ষা, একাধিক ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস

যদিও চুপ রয়েছে কেন্দ্রীয় সরকার। কোনও আলোচনার রাস্তায় তারা হাঁটেন না।আর গুজরাতের যে মহিলাকে নিয়ে এত বড় কাণ্ড, সেই কাণ্ডে ধর্ষক ও গণহত্যাকারীদের সরকার ছেড়ে দিল। কী মহিলার সম্মান? কী নিরাপত্তা? এরা বড় বড় কথা বলছে। এমন ঘটনা উত্তরপ্রদেশেও দেখা গিয়েছে ।

মূল্যবৃদ্ধি থেকে নারী সুরক্ষা, একাধিক ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস

ফলে এই বিজেপি মহিলাদের জন্য নয়। জ্ঞান দেওয়া এদের উচিত নয়।ধর্ষণকে সমর্থন করছে কেন্দ্র।” আগামিকালও এই কর্মসূচি চলবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। যদিও তৃণমূলের এই মিছিলকে অবশ্য তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

Most Popular