Thursday, April 18, 2024
spot_img
Homeদেশপেগাসাস তদন্তে সাহায্য করেনি কেন্দ্র, দাবি সুপ্রিম কোর্টের তৈরি প্যানেলের

পেগাসাস তদন্তে সাহায্য করেনি কেন্দ্র, দাবি সুপ্রিম কোর্টের তৈরি প্যানেলের

সংবাদ সংস্থা : পেগাসাস তদন্তে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া প্যানেলকে কোনও সাহায্য করেনি কেন্দ্র। চাঞ্চল্যকর অভিযোগ সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া তদন্ত কমিটির রিপোর্টে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নতুন মোড়। কমিটি যে ২৯টি ফোন পরীক্ষা করেছিল তার মধ্যে পাঁচটিতে ম্যালওয়্যারের খোঁজ মিলেছে।

পেগাসাস তদন্তে সাহায্য করেনি কেন্দ্র, দাবি সুপ্রিম কোর্টের তৈরি প্যানেলের

তবে তা পেগাসাস স্পাইওয়্যাক কিনা তার নিশ্চিত প্রমাণ মেলেনি বলেই পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। ব্যক্তি গোপনীয়তা রক্ষার স্বার্থে পাগাসাস তদন্ত কমিটির রিপোর্টের বহু তথ্যই সামনে আনা যাবে না বলেও এদিন জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

পেগাসাস তদন্তে সাহায্য করেনি কেন্দ্র, দাবি সুপ্রিম কোর্টের তৈরি প্যানেলের

প্রধান বিচারপতি এনভি রমানা বলেন, “ পেগাসাস রিপোর্টের বেশকিছু অংশ গোপন, এবং ব্যক্তিগত তথ্য রয়েছে তাতে। টেকনিক্যাল কমিটির রিপোর্টের বেশ কিছু অংশ তাই প্রকাশ করা যাবে না বলেই জানিয়েন বিশেষজ্ঞ প্যানেল। আজ হবে এই মামলার পরবর্তী শুনানি।

Most Popular