Saturday, April 20, 2024
spot_img
Homeজেলানারী পাচার ও নির্যাতনের শিকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে কর্মশালা পুলিশের

নারী পাচার ও নির্যাতনের শিকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে কর্মশালা পুলিশের

বিশ্ব সমাচার, ক্যানিং: নারী পাচার ও নির্যাতন রুখতে এবার কর্মশালা হল ক্যানিংয়ে। বারুইপুর জেলা পুলিশের ক্যানিং মহিলা থানার উদ্যোগে ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যানিং মহিলা থানা প্রাঙ্গণে।

নারী পাচার ও নির্যাতনের শিকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে কর্মশালা পুলিশের

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস। উপস্থিত ছিলেন ক্যানিংয়ের সিআই বিমল মণ্ডল, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, ক্যানিং মহিলা থানার ওসি তনুশ্রী মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টরা

নারী পাচার ও নির্যাতনের শিকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে কর্মশালা পুলিশের

মূলত প্রত্যন্ত সুন্দরবন এলাকার মেয়েদের পাচার করে দেওয়া হয় বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা ও মুম্বইয়ের বিভিন্ন এলাকাতে। লকডাউন পরবর্তী সময়ে বেড়েছে পাচার। আর তা রুখতে এবং গার্হস্থ্য নারী নির্যাতন বন্ধ করতে এই কর্মশালার আয়োজন করা হয়।ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন,

নারী পাচার ও নির্যাতনের শিকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে কর্মশালা পুলিশের

নারীরা যাতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারেন, তারজন্য ‘যোদ্ধা’ নামক একটি প্রয়াস চালু করা হয়েছে। সেখানে তাঁদের আত্মরক্ষার কৌশল নিয়ে ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি তাঁদেরকে আর্থিক ভাবে স্বনির্ভর করা যায় কি না, সে বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করা হবে।

Most Popular