Friday, March 29, 2024
Homeজেলাক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প বারুইপুরে

ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউ ও রোটারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বারুইপুর সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প হল বৃহস্পতিবার বারুইপুর থানার অন্তর্গত ফুলতলায় তিন নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে। এই শিবিরে ১২৫ জন মেয়ে ভ্যাকসিন নেয়।

ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প বারুইপুরে

এদের বয়স ৯ থেকে ১৪ বছর।চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের এক ডাক্তার জানান, মূলত মহিলাদের তিন জায়গা ক্যান্সারে বেশি করে আক্রান্ত হয়— ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার ও জরায়ুতে ক্যান্সার। এদিনের এই শিবিরে মহিলাদের চেকআপ করা হয় এবং ভ্যাকসিনেশন হয়। সেই সঙ্গে ৯ থেকে ১৪ বছর বয়সে মেয়েদের জরায়ুতে যাতে ক্যান্সার না হয়, তার জন্যই এই ভ্যাকসিন দেওয়া হয়।

ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প বারুইপুরে

ছ’মাস আগে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এদিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়।
চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট থেকে এদিন বিভিন্ন ডাক্তাররা আসেন এবং এই শিবিরে মহিলাদের মুখ সহ বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হয়। এই মেয়েরা মূলত এসেছে বারুইপুর ব্লক এলাকা থেকে।

Most Popular