Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যঅনুব্রত ও তার নিরাপত্তা রক্ষীকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার ভাবনা ইডির

অনুব্রত ও তার নিরাপত্তা রক্ষীকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার ভাবনা ইডির

স্টাফ রিপোর্টার : গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিচার চলছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। অনুব্রত আপাতত রয়েছেন আসানসোল সংশোধনাগারে। গত ২৩ আগস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে কেউ বা কারা হুমকি চিঠি দিয়েছে, যার বয়ান – দ্রুত জামিন দিতে হবে গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে।

অনুব্রত ও তার নিরাপত্তা রক্ষীকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার ভাবনা ইডির

না হলে মাদক মামলায় ফাঁসবে পরিবার। কারা এমন চিঠি দিল, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। হুমকি চিঠির বিষয়টি বিচারক কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারকে জানিয়েছেন। যদিও হুমকিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সিবিআই আদালতের বিচারক। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন তিনি।তৃণমূল নেতৃত্বের মত, এর পিছনে রয়েছে বিজেপির চক্রান্ত।

অনুব্রত ও তার নিরাপত্তা রক্ষীকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার ভাবনা ইডির

তৃণমূলের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই কাজ। কিন্তু এতে বিচারকের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় মামলা অন্যত্র স্থানান্তরের আবেদন জানালেন আইনজীবীদের একাংশ। বিচারকের নিরাপত্তার প্রসঙ্গ তুলে অনুব্রত মণ্ডলের মামলা ভিন রাজ্যে স্থানান্তরের আরজি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠালেন আইনজীবীরা।

অনুব্রত ও তার নিরাপত্তা রক্ষীকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার ভাবনা ইডির

এদিকে, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার ভাবনা রয়েছে ইডির। গরু পাচার মামলায় কত টাকার লেনদেন হয়েছে, তা জানতে ইডি তাঁকে আলাদা করে জেরা করতে চায়। সেইসঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী, সিবিআইয়ের জালে ধৃত সায়গল হোসেনকেও জেরার ভাবনা রয়েছে ইডির।

Most Popular