স্টাফ রিপোর্টার : আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। দাবি করা হয়েছিল, চিঠিটি লিখেছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। যদিও এই নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন স্বয়ং অনুব্রত মণ্ডল।
এই ঘটনা প্রসঙ্গে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই।এই আবহে সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বসু-সহ তিন জন আইনজীবী প্রধান বিচারপতি সঙ্গে দেখা করার সময় চান। দুপুরে আইনজীবীদের সঙ্গে দেখা করার জন্য সময় দেন প্রধান বিচারপতি এনভি রামানা।
পৃথক ভাবে বিজেপিও এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানা গিয়েছে।এদিকে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশও এই গোটা ঘটনার তদন্তে নেমেছে। বিচারকের তরফে লিখিতভাবে পুরো বিষয়টা জানানো হয়েছে পুলিশ কমিশানরকে। চিঠিটা কোথা থেকে পাঠানো হয়েছে, প্রাথমিক ভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।