Thursday, April 25, 2024
spot_img
Homeদেশবিধায়ক ভাঙাতে ২০-২৫ কোটির প্রস্তাব দিচ্ছে বিজেপি, দাবি আপের

বিধায়ক ভাঙাতে ২০-২৫ কোটির প্রস্তাব দিচ্ছে বিজেপি, দাবি আপের

সংবাদ সংস্থা : “বিজেপিতে আসুন। সিবিআই-ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে।” বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ দিনকয়েক আগেই করেছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সেই দাবি আরও জোরালো হল আম আদমি পার্টির সাম্প্রতিক বয়ানে।

বিধায়ক ভাঙাতে ২০-২৫ কোটির প্রস্তাব দিচ্ছে বিজেপি, দাবি আপের

অরবিন্দ কেজরিওয়ালের দলের দাবি, বিজেপি দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ অভিযান চালাচ্ছে। আপে’র বিধায়ক ‘ভাঙাতে’ ফোনে যোগাযোগ করা হচ্ছে। ২০-২৫ কোটি টাকার প্রলোভন পর্যন্ত দেখানো হচ্ছে। উদ্দেশ্য একটাই, দিল্লির আপ সরকারের পতন ঘটানো।

বিধায়ক ভাঙাতে ২০-২৫ কোটির প্রস্তাব দিচ্ছে বিজেপি, দাবি আপের

বুধবার আম আদমি পার্টির চার নেতা একযোগে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগই করেছেন। আপ নেতা সঞ্জয় সিংয়ের দাবি, বিজেপি সদস্যরা আমাদের বিধায়কদের হুমকি দিচ্ছে। বলা হচ্ছে, এই ২০-২৫ কোটি টাকা নিন, নয়তো মণীশ সিসোদিয়ার মতো সিবিআই তদন্তের সম্মুখীন হন।

বিধায়ক ভাঙাতে ২০-২৫ কোটির প্রস্তাব দিচ্ছে বিজেপি, দাবি আপের

সব প্রমাণ রয়েছে। সময়মতো প্রকাশ করা হবে। সঞ্জয় সিংয়ের এই দাবির পর খোদ অরবিন্দ কেজরিওয়াল টুইট করে দাবি করেছেন, ”দিল্লিতে অপারেশন লোটাস ব্যর্থ হয়েছে।”

Most Popular