Wednesday, April 24, 2024
spot_img
Homeদেশকংগ্রেসের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন জয়বীর শেরগিল

কংগ্রেসের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন জয়বীর শেরগিল

সংবাদ সংস্থা : ফের জোর ধাক্কা খেল কংগ্রেস। বুধবার (২৪ অগস্ট) দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন জয়বীর শেরগিল। দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কংগ্রেস নেতা। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিতে দুঃখ পেয়েছেন তিনি। তবে দল আর জনসাধারণ এবং দেশের স্বার্থে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না বলে দাবি করেছেন তিনি।

কংগ্রেসের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন জয়বীর শেরগিল

জয়বীর শেরগিল আরও বলেন, “গত ৮ বছরে, আমি কংগ্রেসের কাছ থেকে কিছু নিইনি, শুধুমাত্র পার্টিতে দিয়ে গিয়েছি। আজ আমাকে কিছু লোকজনের সামনে মাথা নত করতে বাধ্য করা হচ্ছে, কারণ তারা শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কংগ্রেস পার্টির সিদ্ধান্ত গ্রহণ এখন আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

কংগ্রেসের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন জয়বীর শেরগিল

আমি এক বছরেরও বেশি সময় ধরে রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরার কাছে সময় চেয়েছি, কিন্তু আমাদের তাঁদের অফিসে স্বাগত জানানো হয় না।” পদত্যাগের পর, টুইটার হ্যান্ডেল থেকেও কংগ্রেসের নাম সরিয়ে দিয়েছেন জয়বীর শেরগিল।

Most Popular