সংবাদ সংস্থা : তেলঙ্গানার বিধায়ক টি রাজা সিং-কে সাসপেন্ড করল বিজেপি। বিতর্কিত মন্তব্যেের অভিযোগে বিক্ষোভের জেরে মঙ্গলবার সকালেই গ্রেফতার করা হয় এই বিজেপি বিধায়ককে। বিজেপির সেন্ট্রাল ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে ১০ দিনের মধ্যে টি রাজা সিংয়ের জবাব তলব করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় হায়দরাবাদের শহরতলির ঘোষামহল এলাকার বিজেপি বিধায়কের একটি মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয় বিক্ষোভ অশান্তি।পয়গম্বরের সম্পর্কে অবমাননার অভিযোগ ওঠে। তেলঙ্গানার একাধিক থানায় এই বিধায়কের নামে অভিযোগ দায়ের হয়।
ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। এর আগে একই রকম মন্তব্যের প্রেক্ষিতে নূপুর শর্মাকেও সাসপেন্ড করে ভারতীয় জনতা পার্টি।