Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যকত সম্পত্তি অনুব্রতর? জানতে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের

কত সম্পত্তি অনুব্রতর? জানতে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের

স্টাফ রিপোর্টার : অনুব্রত মণ্ডলের নামে কত জমি রয়েছে। তা জানতে এবার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে তল্লাশি শুরু করল সিবিআই। মঙ্গলবার সকাল দশটা নাগাদ সিবিআইয়ের অফিসাররা সেখানে যান। সেখানে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা।

কত সম্পত্তি অনুব্রতর? জানতে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের

অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয় পরিজনদের নামে বীরভূমে কোথায় কত জমি রয়েছে তা জানার চেষ্টা করেন।তদন্তকারীরা জানতে পেরেছেন নামে বেনামে কেষ্টর প্রচুর সম্পত্তি রয়েছে। গরুপাচারের কমিশনের টাকা দিয়ে পরিবার-পরিজন বাড়ির কাজের লোকের নামে একাধিক সম্পত্তি করেছেন অনুব্রত মণ্ডল।

কত সম্পত্তি অনুব্রতর? জানতে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের

বোলপুর, ইলামবাজার এবং পাড়ুইয়ের একাধিক জায়গায় কেষ্ট সম্পত্তি রয়েছে। একাংশে যে জমি বিক্রি হয়, তার রেজিস্ট্রি হয় ওই অফিসেই৷ জমির দাগ নম্বর ধরে ধরে সেগুলির মালিকানা সংক্রান্ত তথ্য যাচাই করে সিবিআই৷ দাগ নম্বর খতিয়ে দেখলেই সত্যিটা প্রকাশ্যে আসবে। এমনই মনে করছেন তদন্তকারীরা।

কত সম্পত্তি অনুব্রতর? জানতে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের

সূত্রের খবর, ওই অফিসে প্রায় ৬ ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান।সিবিআই সূত্রে খবর,তিমধ্যে একাধিক নথি আধিকারিকরা পেয়েছেন। কাগজপত্র ছাড়াও অনলাইনে নথিভিক্ত জায়গাজমি সম্পর্কেও তথ্যতালাশ করছেন সিবিআই আধিকারিকরা।

Most Popular