রবীন্দ্রনাথ মণ্ডল, কাকদ্বীপ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম স্বপন রাউল(২৭)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার অন্তর্গত রাজনগর শ্রীনাথ গ্রামের বরপাড়াতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে টেবিল ফ্যান চালাতে গিয়ে স্বপন বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে বাড়ির লোকেরা তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। একমাত্র রোজগেরেকে হারিয়ে দিশাহারা পরিবার।