Wednesday, April 24, 2024
spot_img
Homeকলকাতা‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দক্ষিণের পর এবার নতুন পোস্টার উত্তরে

‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দক্ষিণের পর এবার নতুন পোস্টার উত্তরে

স্টাফ রিপোর্টার : সম্প্রতি দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি–সহ পোস্টার পড়েছিল। যেখানে লেখা ছিল, ‘‌আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।’‌ তা নিয়ে বেশ জলঘোলা শুরু হয় রাজ্য–রাজনীতিতে।

‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দক্ষিণের পর এবার নতুন পোস্টার উত্তরে

যদিও সেই পোস্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাঁটানো হয়নি বলেই দাবি। পোস্টারগুলি লাগিয়েছিল আশ্রিতা এবং কলরব নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার নতুন পোস্টার পড়ল শহর কলকাতায়। তবে এবার ছবিতে রয়েছেন মমতা–অভিষেকের মুখ।

‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দক্ষিণের পর এবার নতুন পোস্টার উত্তরে

আর সেখানে মোটা হরফে লেখা, ‘‌পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ।’‌ পোস্টার নিয়ে কুনাল ঘোষ এদিন জানিয়েছেন, “এই পোস্টারও দলের তরফে দেওয়া হয়নি। এটি দিয়েছে সিটিজেনস ফোরাম।

‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দক্ষিণের পর এবার নতুন পোস্টার উত্তরে

যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে। এটা ভাল কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছিল, আছে এবং থাকবে।”

Most Popular