Thursday, March 28, 2024
Homeদেশসাময়িক বন্ধের পর ফের শুরু হল বৈষ্ণোদেবীর তীর্থযাত্রা

সাময়িক বন্ধের পর ফের শুরু হল বৈষ্ণোদেবীর তীর্থযাত্রা

সংবাদ সংস্থা : জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের চূড়ায় অবস্থিত বিখ্যাত মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের যাত্রা শনিবার সকালে ফের শুরু হল ৷ রাতভর ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে স্থগিত ছিল তীর্থযাত্রা । বৈষ্ণোদেবীর মন্দির যাত্রার বেস ক্যাম্প কাটরার দর্শনি ডোডি থেকে এদিন সকাল 6.30 টার সময় 1500 জনেরও বেশি ভক্তকে পুরানো ট্র্যাকের দিকে আবার যাত্রা শুরু করার অনুমতি দেওয়া হয়েছে ।

সাময়িক বন্ধের পর ফের শুরু হল বৈষ্ণোদেবীর তীর্থযাত্রা

এখনও পর্যন্ত পরিষ্কারের কাজ চলছে বলে বন্ধ রয়েছে হিমকোটি (ব্যাটারি গাড়ি) ট্র্যাক, যেটি নতুন ট্র্যাক নামেও পরিচিত ৷ এমনকি খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার পরিষেবাও স্থগিত রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন । ত্রিকুটা পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে শুক্রবার সন্ধ্যায় বৈষ্ণোদেবীর তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল ।

সাময়িক বন্ধের পর ফের শুরু হল বৈষ্ণোদেবীর তীর্থযাত্রা

যেসব যাত্রী ভবন এলাকায় আটকে ছিল তাদের মন্দিরের কর্মী, পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকরা সাবধানে কাটরার দিকে নামার অনুমতি দেয় । বিপর্যয় মোকাবিলা দল এবং মেডিক্যাল ইউনিটগুলিকেও জরুরী পরিস্থিতি মোকাবিলায় জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে ।

Most Popular