Thursday, March 28, 2024
Homeদেশভূমি ধস, মৃত কমপক্ষে ৬

ভূমি ধস, মৃত কমপক্ষে ৬

সংবাদ সংস্থা : ভূমি ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৬ জন প্রাণ হারিয়েছেন। বন্যা ও ভূমিধসের জেরে আরও ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার রাত থেকে অতিভারী বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন।

ভূমি ধস, মৃত কমপক্ষে ৬

এর মধ্যে হামিরপুর জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর সেখানে আটকে পড়া ২২ জনকে উদ্ধার করা হয়েছে। মান্ডিতে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের অনুমান, সেই বাড়ির বাকি ৫ জন বন্যায় ভেসে গেছেন।

ভূমি ধস, মৃত কমপক্ষে ৬

ধসে আরও ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চাম্বা এলাকায় অতিভারী বৃষ্টিতে বাড়ি ভেঙে ৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করা হয়েছে।রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী কয়েকদিন বিপর্যস্ত এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ভূমি ধস, মৃত কমপক্ষে ৬

২৫ আগস্ট পর্যন্ত ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে হিমাচলে আপাতত বন্ধ পর্যটন। সেখানে আটকে পড়া পর্যটকদের আপাতত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Most Popular