Friday, March 29, 2024
Homeরাজ্যবকেয়া ডিএ নিয়ে রাজ্যকে নোটিশ সরকারি কর্মচারীদের

বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে নোটিশ সরকারি কর্মচারীদের

স্টাফ রিপোর্টার : কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ১৯ অগস্টের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ( ডিএ) মিটিয়ে দিতে হত। তবে সেই সময়সীমা শেষের আগে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। তারইমধ্যে নয়া পদক্ষেপ করল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন।

বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে নোটিশ সরকারি কর্মচারীদের

মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠাল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ। সরকারি কর্মচারীদের সংগঠনের বক্তব্য, ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের কাছে রায়ের কোনও কপি পাঠানো হয়নি।

বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে নোটিশ সরকারি কর্মচারীদের

রাজ্যকে কপি দিতেই হবে। এখনও রায়ের কপি না দেওয়ায় বাইনেম মুখ্যসচিব এবং অর্থসচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।’কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদকের বক্তব্য, আইনজীবীরা জানিয়েছেন যে সরকার অবশ্যই কপি দেবে।

বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে নোটিশ সরকারি কর্মচারীদের

নিয়মমতো সেই কাজটা করতে বাধ্য রাজ্য সরকার। সেইসঙ্গে তাঁর দাবি, ‘আমরা আইনি লড়াইযের জন্য প্রস্তুত। আইনি পথে লড়াই করে ডিএ মামলায় জয় হবে আমাদের। সরকারকে ডিএ দিতেই হবে।’

Most Popular