Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যপ্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

স্টাফ রিপোর্টার : বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে আরও চার দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।শনিবার অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী।তিনি জানান, কিছু ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে। সবটাই তাঁর স্ত্রী ছবি মণ্ডলের মৃত্যুর পর লাইফ ইন্সিওরেন্স থেকে পাওয়া টাকা। রাইস মিলের কথাও বলা হচ্ছে।

প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

সেটি শ্বশুরবাড়ির তরফে উপহার পেয়েছিলেন মক্কেলের মেয়ে ও স্ত্রী।আমার মক্কেলকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে গ্রেফতার করা হয়েছে। ওঁর সিওপিডি-সহ আরও একাধিক অসুস্থতা আছে। ওঁর বিরুদ্ধে দুটো অভিযোগ আছে। গরুপাচার-কাণ্ডে গরুর নিলামে প্রভাব খাটানো। এনামুল হকের সঙ্গে ওঁর দেহরক্ষী ফোনে যোগাযোগ।

প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

এই দুটো অভিযোগ উঠে এসেছে, যার কোনও প্রমাণ নেই। পালটা অনুব্রতকে আরও চারদিন হেফাজতে নেওয়ার দাবি জানায় সিবিআই। যুক্তি হিসাবে সিবিআইয়ের আইনজীবী জানান, “অনুব্রত মণ্ডল প্রভাবশালী। উনি জামিনে মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। ভয় দেখাতে পারেন।” সিবিআইয়ের আইনজীবী আরও বলেন, “শুরু থেকে সিআরপিসি’র ১৬০ ধারায় নোটিস দেওয়া হয়েছিল।

প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

এর আগে বহুবার নোটিস দেওয়া হয়েছিল। তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেনি। উনি সাধারণ অভিযুক্ত নন। রাজ্য সরকারের সঙ্গে ওনার যোগাযোগ আছে। সায়গল মধ্যস্থতাকারী। দেহরক্ষীর মাধ্যমে এনামুল হকের থেকে টাকা নেন। এটা একজনের ব্যবসা নয়। একটা চেন। এর পিছনে ষড়যন্ত্র আছে। অনুব্রতর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাঁকে সিবিআই হেফাজতে নেওয়া দরকার।”

প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

এছাড়া বিচারকের সামনে আরও একবার অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানান সিবিআইয়ের আইনজীবী। বলেন, “ওনাকে বারবার ডাকা হলেও হাজিরা দেননি। কলকাতায় থাকলেও নিজাম প্যালেসে আসেননি। হাই কোর্টের নির্দেশের পরেও আসেননি। এমনকী চিকিৎসককে চাপ দিয়ে সার্টিফিকেট নিয়েছেন। অভিযুক্ত নানাভাবে তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করেছেন।”

প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

পালটা অনুব্রতর আইনজীবী জানান, “উনি ইচ্ছা করে হাজিরা দেননি এমন নয়। শারীরিকভাবে অসুস্থ। তাই উপস্থিত থাকতে পারেননি।”অনুব্রতর আইনজীবী বলেন, “গরু নিলামে প্রচুর গরমিল ধরা পড়েছে। পশুর হাট থেকে কিনে সেগুলো পাচার করা হয়েছে। এনামুল ও সায়গলের কথা হয়েছে। এগুলো যথাযথ নয়।”

প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

পালটা সিবিআই আইনজীবী জানান, “সায়গল হোসেশন ছিল অন্যতম মধ্যস্থতাকারী। বিভিন্ন সময় গরু পাচারের ক্ষেত্রে ব্যাকডেটেড নথি দেখানো হয়েছে। বহু নতুন তথ্য উঠে এসেছে। তাই ফের অনুব্রতকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।”

প্রভাবশালী তত্ত্বেই খারিজ জামিন, আরও ৪ দিন হেফাজতে অনুব্রত

এই দীর্ঘ সওয়াল–জবাব শেষে জামিনের আবেদন খারিজ করে দিল বিশেষ সিবিআই আদালত।বিচারক ২৪ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডলকে।আগামী ২৪ আগস্ট ফের আদালতে তোলা হবে তাঁকে।

Most Popular