Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাডুবে যাওয়া ৩টি ট্রলারের সব মৎস্যজীবী উদ্ধার, হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক

ডুবে যাওয়া ৩টি ট্রলারের সব মৎস্যজীবী উদ্ধার, হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার বঙ্গোপসাগরে ডুবে গেল ৩টি ট্রলার। তবে ৩টি ট্রলারের ৪৩ জন মৎস্যজীবীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এবিষয়ে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, “শুক্রবার সকালে কেঁদো দ্বীপের কাছে চরে ধাক্কা লেগে এফ বি সত্যনারায়ণ নামের একটি ট্রলার ডুবে যায়।

ডুবে যাওয়া ৩টি ট্রলারের সব মৎস্যজীবী উদ্ধার, হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক

ওই ডুবে যাওয়া ট্রলারে মোট ১৮ জন মৎস্যজীবী ছিলেন। তবে মৎস্যজীবীরা সবাই লাইফ জ্যাকেট পরেছিলেন বলে সমুদ্রে ভেসে ছিলেন। এদিন সমুদ্র ব্যাপক উত্তাল থাকার কারণে ভারতীয় ট্রলার গুলি তাদের কিছুতেই উদ্ধার করতে পারছিল না। অবশেষে ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছাকাছি থাকা বাংলাদেশি একটি ট্রলার ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে, কাকদ্বীপের আর একটি ট্রলারে তাদেরকে তুলে দেয়।”

ডুবে যাওয়া ৩টি ট্রলারের সব মৎস্যজীবী উদ্ধার, হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক

তবে শনিবার সকালে বিধায়ক মন্টুরাম পাখিরা অসুস্থ মৎস্যজীবীদের দেখতে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে যান। এরপরই মৎস্যজীবীদের চিকিৎসার বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। পরে মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে এদিন তিনি ওই বাংলাদেশি মৎস্যজীবীদেরও ধন্যবাদ জানান।

ডুবে যাওয়া ৩টি ট্রলারের সব মৎস্যজীবী উদ্ধার, হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক

অন্যদিকে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, “শুক্রবার বিকেলে এফ বি সত্যনারায়ণ ট্রলারের ১৩ জন মৎস্যজীবী উদ্ধার হয়েছেন। কিন্তু এদিন রাত পর্যন্ত ৫ জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন।

ডুবে যাওয়া ৩টি ট্রলারের সব মৎস্যজীবী উদ্ধার, হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক

শনিবার সকালে স্থানীয় ট্রলার ও উপকূল রক্ষী বাহিনী আবারও সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করে। অবশেষে এদিন সকালে বাকি ৫ জন নিখোঁজ মৎস্যজীবীকে উদ্ধার করা হয়।” তিনি আরও বলেন, “মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে,

ডুবে যাওয়া ৩টি ট্রলারের সব মৎস্যজীবী উদ্ধার, হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক

সারারাত ধরে সমুদ্রে ভাসতে ভাসতে এই ৫ জন মৎস্যজীবী কেঁদো দ্বীপের চরে আশ্রয় নিয়ে ছিলেন। তবে কেঁদো দ্বীপে বাঘ থাকার কারণে মৎস্যজীবীরা সমুদ্রের ধারে চরের উপরে বসে ছিলেন। স্থানীয় ট্রলার গুলি অভিযান চালানোর সময় ওই মৎস্যজীবীদের দেখতে পান।

ডুবে যাওয়া ৩টি ট্রলারের সব মৎস্যজীবী উদ্ধার, হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক

এরপরই ওই ৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করে প্রথমে পাথরপ্রতিমায় নিয়ে আসা হয়। পরে তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।” তবে ডুবে যাওয়া বাকি ২টি ট্রলারের সব মৎস্যজীবীকে আগেই উদ্ধার করা হয়েছিল।

Most Popular