Thursday, April 18, 2024
spot_img
Homeরাজ্য‘বাংলায় তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘বাংলায় তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : বাংলায় ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল তাঁবুতে এসে নতুন সংগ্রহশালায় উদ্বোধন করেন। এদিন মঞ্চে বসেই ইমামি, গোয়েঙ্কার মতো ইনভেস্টরদের সঙ্গে কথা বলেন তিনি।

‘বাংলায় তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফোনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা হয়। সকলের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির ভাবনার কথা ঘোষণা করেন। তিনি জানান, ইতিমধ্যেই হুগলির চুঁচুড়ায় বেসরকারি স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। যাঁরা খেলাধূলা ভালবাসেন, খেলাধূলা নিয়ে এগোতে চান তাঁদের কথা মাথায় রেখে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির ভাবনা রাজ্য সরকারের

‘বাংলায় তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক্ষেত্রে চিনকে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে বাংলার কোথায় ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি হবে, তা রাজ্য সরকার খুঁজে দেবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন ইস্টবেঙ্গল ক্লাবকে আর্থিক সাহায্য করার আশ্বাসও দেন মমতা। এছাড়া তিনি বলেন,

‘বাংলায় তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

“খেলা হবে কথাটি মনে রাখার জন্য আমি রোজ বাড়িতে ১০০ বার ফুটবল নাচাই। আমি খেলতে ভালবাসি। সিপিএমের আমলে অনেক মার খেয়েছি। দুটো হাত, পায়ে অপারেশন হয়েছে। কোমরে চোট রয়েছে। তা সত্ত্বেও খেলা ভালবাসি।”

Most Popular