স্টাফ রিপোর্টার : রাজ্যের কলেজগুলির অধ্যাপক নির্ণয়ের যোগ্যতামান (সেট) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। মোট ৩৩টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই বছর ১৬ অগাস্ট থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে ফর্ম জমা করা শুরু হয়েছে।
ফর্ম জমা করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার তারিখ রয়েছে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ৮ জানুয়ারি, রবিবার।যে সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। মোট দুটি পত্রে পরীক্ষা হবে।
একটি পত্রে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই প্রথম পত্রের পরীক্ষা হবে। এ ছাড়া দ্বিতীয় পত্র শুরু হবে বেলা ১২টা থেকে। সেই পত্রের পূর্ণমান থাকবে ২০০।
মোট সময় পাওয়া যাবে দু-ঘণ্টা। অর্থাৎ ১২টা থেকে দুটো পর্যন্ত। দুটি পরীক্ষার পত্রেই থাকবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে ২ করে।