আজ দেশজুড়ে পালন করা হচ্ছে দেশের ৭৬তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে দেশবাসীকে টুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা। জয় হিন্দ।’ টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘স্বাধীনতার ৭৫ বছর! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।’