Saturday, April 20, 2024
spot_img
Homeজেলাবকখালির সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

বকখালির সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

অমিত মন্ডল ও রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালির সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের। মৃত পর্যটক হলেন বাপ্পা ঘোষ (৩৫)।

বকখালির সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের হৃদয়পুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভাটার সময় সমুদ্রে তলিয়ে যান বাপ্পা। এরপরই শুরু হয় তল্লাশি। গভীর রাতে বকখালির সমুদ্রতটে মেলে তাঁর দেহ। সোমবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বাপ্পার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাপ্পার পরিবারকে এবিষয়ে খবর দেওয়া হয়েছে।

বকখালির সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

তবে রবিবার প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে সরকারিভাবে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়ে ছিল। কিন্তু কি করে ওই পর্যটক সমুদ্রে স্নান করতে নামলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বকখালি সহ উপকূলীয় অঞ্চল গুলিতে মাইকিং করে দুর্যোগের বিষয়ে বারবার সতর্ক করা হয়েছিল।

বকখালির সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

তা সত্ত্বেও এই রূপ ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, টানা ৩ দিন ছুটি থাকার কারণে বকখালি ও ফ্রেজারগঞ্জে বহু পর্যটক বেড়াতে এসেছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে কোন পর্যটককেই সমুদ্রে নামতে দেওয়া হয়নি। তবে এই পর্যটক বিকেলের দিকে সমুদ্রে নেমেছিল বলে জানা যায়। এরপরই এই রূপ ঘটনা ঘটে। যদিও কিভাবে এই রূপ ঘটনা ঘটলো পুলিশ তার তদন্ত শুরু করেছে।

Most Popular