Saturday, September 30, 2023
t>

Latest Posts

প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার, শোকজ্ঞাপন মোদির

সংবাদ সংস্থা : ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান।62 বছর বয়সে রবিরাব সকালে প্রয়াত হলেন আকাশ এয়ারের প্রতিষ্ঠাতা।গত কয়েকদিন ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না। এরপর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।শেয়ার বাজারে সবাই তাঁকে দ্য বিগ বুল নামে ডাকত ।

প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার, শোকজ্ঞাপন মোদির

মনে করা হত শেয়ার বাজার সম্পর্কে তাঁর অনুমান কখনও ভুল হত না।তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেকেই।টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে আমি শোকস্তব্ধ ।

প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার, শোকজ্ঞাপন মোদির

অর্থনৈতিক বিশ্ব তাঁর অবদান কোনওদিন ভুলতে পারবে না । দেশের আর্থিক উন্নতির প্রশ্নে তিনি ছিলেন সদা তৎপর । তাঁর পরিবার ও পরিজনকে আমরা সমবেদনা জানাই ।

Latest Posts

error: Content is protected !!