স্টাফ রিপোর্টার : বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার দলের দুই শীর্ষ নেতা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে একাধিক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
জেলা নেতৃত্বকে অভিষেক বলেছেন, ব্যক্তিস্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে। যাঁরা ভালো দল করবে, দল তাঁদের বেশই করে কাজে লাগাবে।
স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সামনে আনতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে ভুল ভাঙাতে হবে। বিরোধীরা অপপ্রচার করছে। পাল্টা প্রচারে নামতে হবে।