Saturday, September 30, 2023
t>

Latest Posts

উত্তরের ৩ জেলার সংগঠনে রদবদল তৃণমূলের

স্টাফ রিপোর্টার : উত্তরের তিন জেলার ব্লক সংগঠনে বিস্তর রদবদল আনল তৃণমূল। শনিবার দার্জিলিং (সমতল), আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ব্লক সভাপতিদের নামের তালিকা প্রকাশ করল ঘাসফুল শিবির। দার্জিলিং (সমতল) জেলার ফাঁসিদেওয়া (১) ব্লকের তৃণমূল সভাপতি হয়েছেন মহম্মদ আখতার আলি।

উত্তরের ৩ জেলার সংগঠনে রদবদল তৃণমূলের

শিলিগুড়ি মহকুমা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন তিনি। অভিমান ভুলে তাঁকে দলে ফিরিয়েছে তৃণমূল। এবার তাঁকে ব্লক সভাপতির দায়িত্ব দিল দল। শিলিগুড়ি (১) এবং শিলিগুড়ি (২) ব্লকের সভাপতি হয়েছেন রামভোজন মাহাতো এবং মানিক দে।

উত্তরের ৩ জেলার সংগঠনে রদবদল তৃণমূলের

তাঁরা দুজনেই শিলিগুড়ির মহকুমা পরিষদের মেয়র পারিষদ। তবে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের দলীয় সংগঠনে কোনও বদল হয়নি। কারণ, পার্বত্য দার্জিলিংয়ের সংগঠন নিয়ে কোনও আলোচনা হয়নি। বদল করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের সংগঠনেও।

Latest Posts

error: Content is protected !!