Wednesday, April 24, 2024
spot_img
Homeদেশমাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ বিমানের

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ বিমানের

সংবাদ সংস্থা : মাঝ আকাশে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা গেল গো ফার্স্টের একটি বিমানের।আচমকাই বেজে ওঠে ওভারহিট অ্যালার্ম।৯২ জন যাত্রী নিয়ে তড়িঘড়ি বিমানটি জরুরি অবতরণ করে কোয়েম্বাটুরে।জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে মলদ্বীপ যাওয়ার সময় পাইলট আচমকাই ওভারহিট অ্যালার্মের আওয়াজ শুনতে পান।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ বিমানের

ইঞ্জিনে অতিরিক্ত উত্তাপ তৈরি হলে এই ধরনের অ্যালার্ম বেজে ওঠে। দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে কোয়েম্বাটুর বিমানবন্দরে। প্রযুক্তিবিদরা পরীক্ষা করে ইঞ্জিনে কোনও সমস্যা দেখতে পাননি বলে জানা গিয়েছে।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ বিমানের

ওভারহিট অ্যালার্মেই সম্ভবত কোনও সমস্যা হওয়ায় তা কোনও কারণ ছাড়াই বেজে ওঠে। কিছু ক্ষণ পরীক্ষানিরীক্ষার পর বিমানটিকে ওড়ার ছাড়পত্র দেওয়া হয়।

Most Popular