Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজনীতিভয় পেয়েছে তৃণমূল,সম্পত্তি মামলা নিয়ে কটাক্ষ বাম - বিজেপির

ভয় পেয়েছে তৃণমূল,সম্পত্তি মামলা নিয়ে কটাক্ষ বাম – বিজেপির

স্টাফ রিপোর্টার : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় ইডিকে যুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার তৃণমূলের ৩ মন্ত্রীর আবেদনকে একযোগে কটাক্ষ করল বাম ও বিজেপি। এই ইস্যুতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। বোঝাই যাচ্ছে এই তিন জন কেন সবার আগে দৌড়াচ্ছেন।

ভয় পেয়েছে তৃণমূল,সম্পত্তি মামলা নিয়ে কটাক্ষ বাম - বিজেপির

এদের সম্পত্তির পরিমাণ এত কম সময়ে এতটা বেড়েছে যে যদি ইডি তদন্ত হয় তাহলে কাপড় খুলে যাবে। অনুব্রত মণ্ডলের মতো অবস্থা হবে। তাদের ভবিষ্যৎ কী হতে পারে সেটা দেখতে পাচ্ছেন। সেই ভয়ে এটা করেছেন’।একই ইস্যুতেসিপিএম নেতা সুজন চক্রবর্তীও বলেন,

ভয় পেয়েছে তৃণমূল,সম্পত্তি মামলা নিয়ে কটাক্ষ বাম - বিজেপির

‘দুনিয়া দেখল একটা রাজনৈতিক দলের নেতাদের প্রকাশ্যে বসে বলতে হচ্ছে আমরা সবাই চোর না। আমরা বলেছিলাম কারা কারা চোর সেই তালিকাটা দিয়ে দিন, তাহলে কারা চোর না সেটা স্পষ্ট হয়ে যায়।

ভয় পেয়েছে তৃণমূল,সম্পত্তি মামলা নিয়ে কটাক্ষ বাম - বিজেপির

ইডিকে মামলায় যুক্ত না করে কি ফিরহাদ, জ্যোতিপ্রিয় ও অরূপ রায় কি স্বীকার করে নিলেন যে আমরা ভাই চোর, তাই ইডিকে ডেকো না? ইডি এলে ধরা পড়ে যাওয়ার চান্স আছে। আমরা সিআইডি ধরে ম্যানেজ করে নেব’।

Most Popular