স্টাফ রিপোর্টার: গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিড়লো প্রচুর সিআরপিএফ জাওয়ানরা। বুধবার সিবিআইয়ের দশম হাজিরা এড়িয়ে ছিলেন অনুব্রত। এরপর বৃহস্পতিবার সকালে প্রচুর সিআরপিএফ জাওয়ানদের নিয়ে অনুব্রতর বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা।
বাড়িতে ভেতর থেকে তালা লাগানো থাকায়, তালা ভেঙে অনুব্রতর বাড়িতে আধিকারিকরা ঢুকেছে বলে জানা যায়। এদিকে অনুব্রতর বাড়ির চারিদিক ঘিরে রেখেছে জাওয়ানরা। সিবিআই সূত্রের খবর, বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। চলছে জিজ্ঞাসাবাদ। তবে জিজ্ঞাসা বাদে অসঙ্গতি দেখা দিলে অন্য সিদ্ধান্ত নিতে পারে সিবিআই।
তবে দীর্ঘ প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রতকে আটক করে গাড়িতে নিয়ে যায় সিবিআই। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অনুব্রতকে প্রথমে মেডিকেল করানো হবে এরপর যদি রিপোর্ট ঠিক থাকে, তাহলে আবারও জিজ্ঞাসাবাদের কাজ শুরু করবে সিবিআই।
যদিও অন্য সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রতকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়টি সিবিআই এর পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।