Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যসবুজ-মেরুনকে ৫০ লক্ষ, বাংলার ২ পদকজয়ীকে অর্থসাহায্য, চাকরির ঘোষণা মমতার

সবুজ-মেরুনকে ৫০ লক্ষ, বাংলার ২ পদকজয়ীকে অর্থসাহায্য, চাকরির ঘোষণা মমতার

স্টাফ রিপোর্টার : সবুজ-মেরুনকে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার বিকেলে নতুন করে সেজে ওঠা এই সবুজ-মেরুন তাঁবুরই উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি জানান, “মোহনবাগানের কথা মনে পড়লে প্রথম আমার মায়ের কথা মনে পড়ে।

সবুজ-মেরুনকে ৫০ লক্ষ, বাংলার ২ পদকজয়ীকে অর্থসাহায্য, চাকরির ঘোষণা মমতার

একবার পেলে এসেছিলেন। বিদেশ গোল করেছিল। উথালপাথাল হয়েছিল বাংলা। আর মা পুজো পাঠাচ্ছে কালীবাড়িতে। মোহনবাগানের খেলা থাকলেই মা পুজো পাঠাত।বাংলা খেলা, সংস্কৃতির জন্যই পরিচিত এ রাজ্য। সেই ঐতিহ্যকেই ধরে রাখতে হবে।”মুখ্যমন্ত্রী আরও বলেন, ”একদিকে দেশের আন্দোলন হয়েছে।

সবুজ-মেরুনকে ৫০ লক্ষ, বাংলার ২ পদকজয়ীকে অর্থসাহায্য, চাকরির ঘোষণা মমতার

অন্যদিকে মোহনবাগান খেলার মধ্যে দিয়ে জাতীয়তাবোধ সবার কাছে পৌঁছে দিয়েছে। যাঁরা এই ক্লাবটি গড়েছেন, তৈরি করেছেন, আগামী দিনের জন্য় তৈরি করে রেখে যাচ্ছেন, তার গুরুত্ব অপরিসীম। এই ক্লাবগুলোকে কেন্দ্র করেই দেশপ্রেম, একতা, সম্প্রীতি তৈরি হয়। এই ক্লাবের মাটি সোনার চেয়েও খাঁটি।”

সবুজ-মেরুনকে ৫০ লক্ষ, বাংলার ২ পদকজয়ীকে অর্থসাহায্য, চাকরির ঘোষণা মমতার

এরপরেই ক্লাবকে ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।পাশাপাশি, কমনওয়েলথ গেমসে সোনা জিতে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছেন ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। তাঁকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার। এ ছাড়া, বাঙালি স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল ব্রোঞ্জ জিতেছেন।

সবুজ-মেরুনকে ৫০ লক্ষ, বাংলার ২ পদকজয়ীকে অর্থসাহায্য, চাকরির ঘোষণা মমতার

তাঁকে দু’লক্ষ টাকা দেওয়া হবে। দু’জনকেই সরকারি চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। বুধবার মোহনবাগান ক্লাবে এক অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Most Popular