Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যনিয়োগে-দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা

নিয়োগে-দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, বুধবার সকাল থেকেই শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সিনহার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

নিয়োগে-দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা

সেখানেই দফায় দফায় জেরা করা হচ্ছিল উপদেষ্টা কমিটির দুই সদস্যকে । অভিযোগ, জেরায় একাধিক তথ্য গোপন করেন এসএসসির প্রাক্তন দুই কর্তা। তথ্য গোপন করছিলেন। এরপরই তাঁদের নিজেদের হেফাজতে নিল সিবিআই। জানা গিয়েছে, সিবিআইয়ের এফআইআরে ১ নম্বরে শান্তিপ্রসাদ সিনহা এবং ৪ নম্বরে অশোক সাহার নাম রয়েছে।

নিয়োগে-দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা

রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টেও এসপি সিনহা এবং অশোক সাহার নাম ছিল। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিযুক্ত করা হয়েছিল সেই সময়। উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দুই কর্তারও ভূমিকা ছিল এর পিছনে। সিবিআইয়ের দাবি, দুই কর্তাকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য উঠে আসবে।

নিয়োগে-দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা

এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তবে এই মামলায় এবার প্রথম গ্রেফতার করল সিবিআই৷

নিয়োগে-দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন উপদেষ্টা

সিবিআই সূত্রে খবর, এর পর পার্থ-অর্পিতাকেও তাঁরা হেফাজতে নেবেন ৷ তখন এসপি সিনহা ও অশোক সাহার সঙ্গে পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে৷

Most Popular