বিশ্ব সমাচার, কাকদ্বীপ : নদীতে মীন ধরতে গিয়ে কুমিরে টেনে নিয়ে গেল ২৪ বছরের এক যুবকে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার হরেন্দ্রনগরে। স্থানীয় সূত্রে জানা যায়, গোবদিয়া নদীর পাড়েই মৎস্যজীবী গোপালকৃষ্ণ দাস অধিকারীর বাড়ি।
নদীতে মীন ধরে তাঁদের সংসার চলে। মঙ্গলবার বিকেলে মীন ধরছিলেন গোপালকৃষ্ণ। সেই সময় হঠাৎ করেই একটি কুমির তাঁর পায়ে কামড় দিয়ে নদীতে টেনে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁর খোঁজ করেন।
কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও তাঁর খোঁজ মেলেনি। অবশেষে বুধবার ভোরে গোপাল কৃষ্ণের মৃতদেহ উদ্ধার হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
এদিন গোপাল কৃষ্ণের দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে গোপালকৃষ্ণের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।