Friday, April 19, 2024
spot_img
Homeদেশঅষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নীতীশ, ডেপুটি তেজস্বী

অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নীতীশ, ডেপুটি তেজস্বী

সংবাদ সংস্থা : অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার৷ বুধবার বিকেলে পটনার রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাঁকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালুপুত্র তেজস্বী যাদবও।

অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নীতীশ, ডেপুটি তেজস্বী

দ্বিতীয়বারের মতো রাজ্যের উপমুখ্যমন্ত্রী হলেন তিনি। মহাজোটের নতুন সরকারের পরবর্তীতে মন্ত্রী পরিষদ গঠন করা হবে শীঘ্রই।তবে এদিন শপথ নেওয়ার পরেই চাচা নীতীশ কুমারের পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তেজস্বীকে।

অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নীতীশ, ডেপুটি তেজস্বী

এদিন শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, উপমুখ্যমন্ত্রী তেজস্বীর স্ত্রী রাজশ্রী এবং আরজেডি নেতা তেজপ্রতাপরা। এদিন শপথ নিয়ে উঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল বিজেপির দিকে তীক্ষ্ণ আক্রমণ ছুড়ে দিলেন নীতীশ। নীতীশ বলেন, “দলের সবাই মিলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নীতীশ, ডেপুটি তেজস্বী

তাদের সঙ্গে সরকার চালানো মুশকিল হয়ে পড়ছিল।” জেডিইউ প্রধান বিজেপির সঙ্গ ছাড়ার পর থেকেই জল্পনা বেড়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হতে পারেন নীতীশ। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, “কে বলেছে ২০১৪ সালে যারা জিতেছে ২০২৪ সালেও তারাই ভোটে জিতবে? আমি চাই বিরোধীরা একজোট হোক। তবে আমি প্রধানমন্ত্রিত্বের দাবিদার নই।

অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নীতীশ, ডেপুটি তেজস্বী

”মোদিকে হুঁশিয়ারি দিয়ে বললেন, তৈরি থাকুন। উল্লেখ্য, ইঙ্গিত আগেই ছিল। সেই জল্পনা সত্যি করে মঙ্গলবার বিজেপির হাত ছেড়ে আরজেডি, কংগ্রেসের হাত ধরেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। একাধিক বৈঠকের পর রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন নীতীশ-তেজস্বী। এরপরই বুধবার শপথ নিলেন তাঁরা।

Most Popular