Thursday, April 25, 2024
spot_img
Homeদেশবড় ধাক্কা খেল এসএসএলভি, মহাকাশে পৌঁছেও অকেজো দু'টি উপগ্রহ

বড় ধাক্কা খেল এসএসএলভি, মহাকাশে পৌঁছেও অকেজো দু’টি উপগ্রহ

সংবাদ সংস্থা : বড় ধাক্কা খেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রথম এসএসএলভি রকেটের উৎক্ষেপণ৷ইসরোর তরফে জানানো হয়েছে, নতুন এই স্যাটেলাইট ভেহিকেলটির উৎক্ষেপণ সফল হলেও, শেষ পর্যায়ে এসে সেটি দু’টি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হয়েছে ৷

বড় ধাক্কা খেল এসএসএলভি, মহাকাশে পৌঁছেও অকেজো দু'টি উপগ্রহ

ফলে আর কোনও কাজেই লাগবে না রবিবার উৎক্ষেপিত হওয়া এই উপগ্রহ দু’টি ৷রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ‘এসএসএলভি-ডি1’ রকেটটি ৷ এদিনই প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী এসএসএলভি শ্রেণির এই রকেটটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে ৷

বড় ধাক্কা খেল এসএসএলভি, মহাকাশে পৌঁছেও অকেজো দু'টি উপগ্রহ

‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট-02’ ও ‘আজাদি স্যাট’ নামে দুটি কৃত্রিম উপগ্রহ নিয়ে এদিন মহাকাশে পাড়ি দেয় ‘এসএসএলভি-ডি1’ ৷ উৎক্ষেপণ পর্ব ও তার পরবর্তী ধাপগুলি সফলভাবে অতিক্রম করলেও বিপত্তি বাধে শেষ পর্যায়ে এসে ৷

Most Popular