Friday, March 29, 2024
Homeরাজ্যজল্পেশ মন্দিরের গর্ভগৃহে পূণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পূণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

স্টাফ রিপোর্টার: শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরে ভক্তদের ভিড় এড়াতেই এবার এমন নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।গত সোমবার জল্পেশ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক পূণ্যার্থী। দর্শনার্থীদের জনসমুদ্রের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বলে খবর।

জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পূণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

এ ব্যাপারে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন ওই পূণ্যার্থী। সেই মামলার রায়ে শুক্রবার বিচারপতি জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশের উপর নিশেধাজ্ঞা জারি করেন।বিচারপতি জানান, গর্ভগৃহে প্রবেশ না করেও যাতে পূর্নার্থীরা বাইরে থেকে জল ঢালতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনকে।

জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পূণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

পূণ্যার্থীদের জল ঢালার দৃশ্য তাঁদের দেখার ব্যবস্থাও করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পূণ্যার্থীদের প্রবেশের উপর কোনও প্রবেশ মূল্য ধার্য করা যাবে না বলেও রায় দেয় হাই কোর্টের সার্কিট বেঞ্চ।

Most Popular